Saturday, July 27, 2024
দেশ

বিজেপিতে যোগ দিলেন সপা সাংসদ প্রবীণ নিশাদ ও প্রাক্তন কংগ্রেস সাংসদ আনন্দ ভাস্কর

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের মাত্র ছ’দিন আগেও দলবদলের পালা অব্যাহত। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন নিশাদ পার্টি-র নেতা তথা গোরক্ষপুরের সাংসদ প্রবীণ নিশাদ। প্রবীণ নিশাদ ছাড়াও এদিনই বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ আনন্দ ভাস্কর রাপৌলু। তাঁরা দুজনেই নিজের নিজের এলাকায় যথেষ্ট প্রভাবশালী, ওজনদার রাজনীতিক।

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জে পি নাড্ডা জানিয়েছেন, তাঁরা কেন্দ্রের মোদী সরকারের নীতির ওপর আস্থা, বিশ্বাসে ভর করেই বিজেপিতে যোগ দিয়েছেন। রাপোলু পৃথক তেলঙ্গানা রাজ্যের দাবিতে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। গত মাসেই কংগ্রেস ছাড়েন তিনি।

দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে অবস্থিত বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী জয়প্রকাশ নাড্ডার উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন গোরক্ষপুরের সাংসদ প্রবীণ নিশাদ এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ আনন্দ ভাস্কর রাপৌলু। এদিন গেরুয়া শিবিরে যোগদান করার পরই গোরক্ষপুরের সাংসদ তথা নিশাদ পার্টির নেতা প্রবীণ নিশাদ জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপিকে পূর্ণ সমর্থন করবে নিশাদ পার্টি।

প্রসঙ্গত, প্রবীণ নিশাদ গত বছর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শক্তিশালী দূর্গ বলে পরিচিত গোরক্ষপুরে উপনির্বাচনে বিজেপিকে রুখতে তৈরি সমাজবাদী পার্টি-বহুজন সমাজ পার্টি জোটের প্রার্থী হিসাবে লড়ে জয়ী হন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন সমাজবাদী পার্টির টিকিটে। প্রবীণের বাবা সঞ্জয় নিষাদ নিষাদ পার্টির প্রধান।