Monday, April 29, 2024
রাজ্য​

কাঁথি থেকে গ্রেফতার বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ কান্ডে ২ মূল অভিযুক্ত ISIS জঙ্গি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ কান্ডে ২ মূল অভিযুক্তকে কাঁথি থেকে গ্রেফতার করলো এনআইএ। দক্ষিণ ভারত থেকে বাংলায় গা ঢাকা দিয়েছেন ওই দুই জঙ্গি। এমনকি ভুয়ো আধার কার্ড দেখিয়ে তারা হোটেলে রুম ভাড়া নিয়েছিল। কলকাতার হোটেলেও তারা ছিল বলে জানা গেছে। ধৃতদের নাম আব্দুল মাতিন ত্বহা ও মুসাভির হুসেন সাজিব। এই গত ১ মার্চ সাজিবই রামেশ্বরম ক্যাফেতে আইইডি বসিয়েছিল বলে অভিযোগ।

শনিবার এনআইএ দুই অভিযুক্তকে ১০ দিনের হেফাজত নিয়েছে। শুক্রবার গভীর রাতে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়।

এনআইএর তরফে আগেই এই জঙ্গিদের ওয়ান্টেড হিসাবে ঘোষণা করা হয়েছিল। তারা ভুয়ো ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেছিল বলে অভিযোগ। খোঁজ দিতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। 

ধৃতরা ভিগনেশ, সুমিত সহ নানা ধরনের হিন্দু নাম ব্যবহার করতো বলেও অভিযোগ। ভিগনেশ নামে ভুয়ো আধার কার্ডও পাওয়া গেছে।

প্রশ্ন উঠছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। পুলিশের চোখে ধুলো দিয়ে ২৮ দিন ধরে বাংলায় ঘুরেছে ওই দুই সন্দেহভাজন জঙ্গি। টের পায়নি পুলিশ। এছাড়া গত ১৩ মার্চ কলকাতার লেনিন সরণির একটি হোটেলে উঠেছিল ওই দুই সন্দেহভাজন জঙ্গি। হোটেলের রেজিস্টারেও তারা নাম লিখেছিল।