Sunday, September 15, 2024
দেশ

ধর্ষক রাম রহিমকে কেন বারবার প্যারোলে মুক্তি দিচ্ছে হরিয়ানা সরকার? ফের ২১ দিনের জন্য প্যারোলে ছাড়া পেলেন জোড়া ধর্ষণ এবং একাধিক খুনে দোষী সাব্যস্ত ‍‘স্বঘোষিত ধর্মগুরু’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একজন ধর্ষককে কেন বারবার প্যারোলে জেল থেকে ছাড়া পাচ্ছেন? ধর্ষক রাম রহিমকে কেন বারবার প্যারোলে মুক্তি দিচ্ছে হরিয়ানা সরকার? এবার ফের ২১ দিনের প্যারোলে ছাড়া পেলেন জোড়া ধর্ষণ এবং একাধিক খুনে দোষী সাব্যস্ত ‍‘স্বঘোষিত ধর্মগুরু’ রাম রহিম। এই নিয়ে গত ৪ বছরে ১০ বার প্যারোলে মুক্তি পেলেন। ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা।

নিজের ডেরায় ২ শিষ্যাকে ধর্ষণ ও ম্যানেজারকে খুনের দায়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামী রাম রহিম। সাংবাদিক খুনেও দোষী সাব্যস্ত রাম রহিম। তার মতো একজন ধর্ষককে বারবার প্যারালে মুক্তি দিচ্ছে কেন বিজেপি শাসিত হরিয়ানা সরকার? প্রশ্ন বিরোধীদের।