Sunday, September 15, 2024
আন্তর্জাতিক

ঢাকেশ্বরী মন্দিরে মহম্মদ ইউনূস, হিন্দুদের উদ্দেশ্য দিলেন বিশেষ বার্তা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশ জুড়ে হিন্দুদেরও বাড়িঘর, মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ঢাকার বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আপনি বলতেই পারেন যে আপনি একজন মানুষ। আপনি একজন বাংলাদেশি নাগরিক। কিন্তু আপনার সাংবিধানিক অধিকারকে নিশ্চিত করা দরকার। শুধু এটা দাবি করুন। আর কিছু নয়। আইনের চোখে সবাই সমান। সেখানে বৈষম্যের কোনও ব্যাপার নেই।’

ইউনূস বলেন, ‘আমি এখানে বলতে এসেছি- আমরা সবাই এক। বিভেদের কোনও ব্যাপার নেই। এটা প্রতিষ্ঠিত করতে আমাদের সহায়তা করুন। ধৈর্য্য রাখুন। তারপর বিচার করবেন আমরা সেটা করতে পারলাম নাকি পারলাম না। যদি আমরা করতে না পারি তখন দোষারোপ করবেন।’