RG Kar হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতালে মেডিক্যাল পড়ুয়া তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন কান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের জমা দেওয়া কেস ডায়েরি দেখার পর সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।
এই ঘটনার তদন্তে কলকাতা পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে আরজি কর মেডিক্যাল এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি, মৃতের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।