Friday, October 11, 2024
রাজ্য​

সরানো হল অনুজ শর্মা-সহ ৪ পুলিশকর্তাকে, কলকাতার নয়া নগরপাল রাজেশ কুমার

কলকাতা: শনিবার কলকাতা ও বিধাননগরের দুই নয়া পুলিশ কমিশনার দায়িত্ব নেবেন। শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, কলকাতা ও বিধাননগরের বর্তমান পুলিশ কমিশনারদের বদল করা হবে।

কলকাতা পুলিশের কমিশনার ১৯৯১ ব্যাচের আইপিএস অফিসার অনুজ শর্মাকে সরিয়ে দিয়ে নতুন কমিশনার করা হয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এডিজি পদে থাকা রাজেশ কুমারকে। বিধাননগর কমিশনারেটের বর্তমান কমিশনার জ্ঞানবন্ত সিংকে সরিয়ে দিয়ে নতুন কমিশনার করা হল এডিজি অ্যান্ড আইজি (অপারেশন) পদে থাকা নটরাজন রমেশবাবুকে।

সরানো হয়েছে বীরভূম ও ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকে। বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংকে সরিয়ে, দায়িত্ব দেওয়া হল নটরাজন রমেশবাবুকে।

এছাড়া বীরভূমের পুলিশসুপার করা হয়েছে আভান্য রবীন্দ্রনাথকে। ডায়মন্ডহারবারের নয়া পুলিশসুপার শ্রীহরি পান্ডে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ‘অপসারিত’ অনুজ শর্মা, জ্ঞানবন্ত সিংরা ভোটের কাজে অংশ নিতে পারবেন না।