Saturday, July 27, 2024
রাজ্য​

আশা রাখছি রাহুল গান্ধী এবার প্রধানমন্ত্রী হবেন: ডালু মিঞা

মালদা: দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু মিঞা জানালেন, সাংসদ হয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নতির পাশাপাশি, মালদা দক্ষিণে বহু উন্নয়নমূলক কাজ করেছেন। আশা রাখছেন প্রধানমন্ত্রী হবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

উল্লেখ্য, কংগ্রেসের হয়ে উত্তর মালদায় ঈশা খান চৌধুরী ও দক্ষিণ মালদায় আবু হাসেম খান চৌধুরী (ডালু) আসন্ন লোকসভা ভোটে লড়ছেন।

উনিশের মেগা ফাইনালের আগে ফার্স্টপোস্ট ও নিউজ এইটিন বাংলার, দ্য ন্যাশনাল ট্রাস্ট সার্ভে ২০১৯ অনুযায়ী, ৬৩.৪ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী।

তবে জনপ্রিয়তার দিক থেকে রাহুল গান্ধীর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী। মাত্র ১৬.১ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৩.৪ শতাংশ, মায়াবতীকে ২.২ শতাশ ও প্রিয়াঙ্কা গান্ধীকে ১.৫ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।