Saturday, July 27, 2024
রাজ্য​

৮ ঘণ্টা জেরায় রাজীব কুমারের জবাবে অসন্তু‌ষ্ট CBI, আজ ফের তলব

শিলং: কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে শনিবার আট ঘণ্টা জেরা করে সিবিআই। এদিন জেরা শেষে সন্ধ্যা সাতটা নাগাদ তিনি সিবিআই অফিস থেকে বের হন।

সূত্রের খবর, রাজীব কুমারের জবাবে সন্তু‌ষ্ট নন সিবিআই অফিসাররা। তাই আজ, রবিবার তাঁকে ফের জেরা করবে সিবিআই। পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

সূত্রের খবর, দুজনকে আজ মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। চিটফান্ড তদন্তে কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে এদিন ম্যারাথন জেরা করে সিবিআই। রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য বিশেষ ১০ সদস্যের টিম তৈরি করেছে সিবিআই।

শনিবার সকাল ১১টা ১৫ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় রাজীব কুমারকে। টানা তিন ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। দুপুর আড়াইটায় লাঞ্চ ব্র‌েক হয়। ১ ঘণ্টার লাঞ্চ ব্র‌েক দেওয়া হয় রাজীব কুমারকে। সাড়ে ৩টায় ফের শুরু হয় জিজ্ঞাসাবাদ। সিবিআইয়ের ১০ অফিসারই কথা বলছেন রাজীব কুমারের সঙ্গে।