Thursday, December 12, 2024
রাজ্য​

তৃণমূল বিধায়ক খুনের ঘটনায় মুকুলের বিরুদ্ধে FIR, গ্রেফতার ২, সাসপেন্ড OC

কৃষ্ণগঞ্জ: নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের ঘটনায় সুজিত মণ্ডল ও কার্তিক মণ্ডল নামে দু’জনকে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ। সেই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে হাঁসখালি থানার OC অনিন্দ বসুকে। অভিজিৎ পুণ্ডুরী বলে আরও এক সন্দেহভাজন পলাতক। তার খোঁজ চলছে।

এদিকে, সত্যজিত বিশ্বাস খুনে এবার কাঠগড়ায় বিজেপি নেতা মুকুল রায়। তাঁর বিরুদ্ধে ওই হত্যাকান্ডে সরাসরি খুনের অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব। দায়ের করা হয়েছে এফআইআর। তৃণমূল জেলা সভাপতি গৌরিশঙ্কর দত্ত বলেন, এই হত্যাকাণ্ডের মূল চক্রী মুকুল রায়।

একই অভিযোগ করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিকেে, সত্যজিৎকে অভিজিৎ গুলি করেছে বলে অভিযোগ নিহতের ভাইয়ের। অভিজিতের খোঁজ না পাওয়ায় তার মাকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, সত্যজিৎ বিশ্বাসকে শনিবার গুলি করে খুন করে একদল দুষ্কৃতী। এদিন এলাকায় সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন সত্যজিৎ। সেখানে অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নামার সময় খুব কাছ থেকে কপালে গুলি করে হত্যা করা হয় তাঁকে।

এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান তিনি।