Saturday, July 27, 2024
দেশ

‘রাজস্থানে যুবতীকে বিবস্ত্র করে ঘোরানো হলো গ্রাম, ঘটনায় চুপ কেন মমতা-রাহুল?’ প্রশ্ন বিজেপির সুব্রত ঠাকুরের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মণিপুর কান্ডের ছায়া এবার রাজস্থানে। রাজস্থানে ২১ বছর বয়সী এক আদিবাসী যুবতীকে বিবস্ত্র করে গ্রাম ঘোরানোর অভিযোগ। ক্যামেরার সামনে তাকে হেনস্থা করা হয়। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের প্রতাপগড়ে। অভিযোগ, যুবতীর স্বামী এবং শ্বশুড় বাড়ির লোকজন এই কান্ড ঘটিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর।

বিজেপি নেতা সুব্রত ঠাকুর ফেসবুকে লিখেছেন, “বিগত ৫ বছরে রাজস্থানে মহিলাদের উপর অত্যাচার ক্রমেই বেড়ে চলেছে, এই দৃশ্য সেই অত্যাচারের ঘটনাগুলির একটি মাত্র। মমতা ব্যানার্জী, রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরিরা আজ চুপ কেন? অপেক্ষা করছেন বিজেপি শাসিত রাজ্যে ঘটেনি বলে?”

উল্লেখ্য, মণিপুরে ২ মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোয় তোলপাড় হয়ে উঠেছিল গোটা দেশ। রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, সকলেই তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।