Wednesday, October 9, 2024
দেশ

রাজস্থানে দলিতকে জুতো চাঁটালেন কংগ্রেস বিধায়ক, গায়ে প্রস্রাব করে দিলেন পুলিশ অফিসার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজস্থানে এক দলিতকে জুতো চাঁটতে বাধ্য করলেন কংগ্রেস বিধায়ক গোপাল মিনা। এমনকি এক পুলিশ অফিসার ওই দলিতের গায়ে প্রস্রাব করে দিয়েছেন বলেও অভিযোগ। এই ঘটনায় ওই কংগ্রেস বিধায়ক এবং ৫ জন পুলিশ অফিসারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

জয়পুরের জমবারামগড়ের বাসিন্দা ৫১ বছর বয়সী নির্যাতিত ওই ব্যক্তি অভিযোগ তুলেছেন, দেড় মাস আগে ৩০ জুন নিজের জমিতে কাজ করছিলেন তিনি। সেই সময় কিছু পুলিশকর্মী এসে তাঁদের মারতে মারতে একটি ঘরে নিয়ে যায়। সেই ঘরে বসে ছিলেন ডেপুটি পুলিশ সুপার শিবকুমার ভরদ্বাজ। তিনি ওই দলিত বৃদ্ধকে মারধর করেন। এরপর তাঁর গায়ে প্রস্রাব করে দেন। 

ওই দলিত বৃদ্ধের আরও অভিযোগ, জমবারামগড়ের কংগ্রেস বিধায়ক গোপাল মিনা সেখানে হাজির হন। পুলিশের সামনেই তিনিও বৃদ্ধকে শাসাতে থাকেন এবং কংগ্রেস বিধায়ক তাঁকে জুতো চাটতে বাধ্য করেন।

ওই কংগ্রেস বিধায়ক অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে।

বিধায়ক বলেন, “এটা আমার ওপর চাপ সৃষ্টি করার একটি কৌশল। কিছু লোক আমাকে অবৈধ জমি দখলের ব্যাপারে সাহায্য করতে চায়। যে ব্যক্তি এই মামলাটি করেছে তাকে আমি চিনি না।”

বৃদ্ধের দাবি, এই ঘটনার কথা কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত ওই পুলিশ এবং কংগ্রেস নেতা। পুলিশে অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। ওই দলিত বৃদ্ধ তখন জেলার পুলিশ সুপার এবং ডিজির কাছে দ্বারস্থ হন। কিন্তু গোটা বিষয়টি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। শেষমেষ আদালতের দ্বারস্থ হন তিনি। গত ২৭ জুলাই আদালতের নির্দেশে এফআইআর দায়ের হয়।

জানা গেছে, বিষয়টি তদন্তের জন্য সিআইডির কাছে পাঠানো হয়েছে। এই ঘটনায় সার্কেল অফিসার ছাড়াও এফআইআরে চার থানার এসএইচওর নাম রয়েছে।