‘পরিচয় গোপন করে শারীরিক সম্পর্ক স্থাপন ফৌজদারি অপরাধ’, ‘লাভ জিহাদ’ রুখতে বিল পেশ সংসদে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার আইন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। অমিত শাহ শুক্রবার সংসদে ৩টি বিল পেশ করেছেন। এগুলো হলো ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি এবং ভারতীয় সাক্ষ্য আইন। এই ৩টি আইন বাতিল করে তার বদলে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, ‘পরিচয় গোপন করে শারীরিক সম্পর্ক স্থাপন করলে ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে।’
অমিত শাহ বলেন, ‘বিয়ে, চাকরি, পদোন্নতির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা ভূয়ো পরিচয় প্রকাশ করে কারও সাথে যৌন সম্পর্ক স্থাপন করলে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।’
প্রসঙ্গত, বিয়ের প্রতিশ্রুতিতে যৌন সম্পর্ক স্থাপন করা বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ হলেও পরিচয় গোপন করে যৌন সম্পর্ক স্থাপনে এযাবৎ সুস্পষ্ট কোনও বিধান ছিল না। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দীর্ঘ দিন ধরেই লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর আইন আনার পক্ষে সওয়াল করে আসছিলেন। এবার সেই আইনকে বাস্তবে রূপ দিল কেন্দ্রের মোদী সরকার।