Thursday, April 25, 2024
দেশ

মেয়েরা পড়াশোনা করতে আরও সময় চায়, তাই বিয়ের বয়েস বাড়ানো হয়েছে: মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বলেছেন, তাঁর সরকার মেয়েদের বিয়ের বয়স ২১ বছর করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ মেয়েরা আরও পড়াশোনা করতে চায়। বিরোধীদের প্রধানত সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে মোদী বলেন, বিয়ের বয়স ২১ এ উন্নীত করার সরকারের সিদ্ধান্তে মহিলারা খুশি। কিন্তু কেউ কেউ এই সিদ্ধান্তে বিরক্ত।

সমাজবাদী পার্টির (এসপি) কিছু সাংসদ সম্প্রতি বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। প্রয়াগরাজে একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে মোদী আরও বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে দেওয়া ৩০ লক্ষ বাড়ির মধ্যে ২৫ লক্ষ উত্তর প্রদেশে মহিলাদের নামে নিবন্ধিত।

প্রধানমন্ত্রী বলেন, “পাঁচ বছর আগে উত্তরপ্রদেশের রাস্তায় মাফিয়ারা রাজত্ব করেছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল আমাদের বোন এবং মেয়েরা। তাদের পক্ষে সরানো কঠিন ছিল। রাস্তায় যান এবং স্কুল-কলেজে যান। কিন্তু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই গুণ্ডাদের সঠিক পথে ফিরিয়ে এনেছেন।”

আদিত্যনাথ সরকারের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশে এখন নারীদের জন্য নিরাপত্তা, অধিকার এবং সুযোগ রয়েছে। আমি আত্মবিশ্বাসী যে আমাদের মা-বোনদের আশীর্বাদে কেউ রাজ্যকে আবার অন্ধকারে ঠেলে দেবে না। এসো প্রয়াগরাজের এই পূণ্যভূমি থেকে শপথ নিই যে উত্তরপ্রদেশ উন্নতি করবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বনির্ভর গোষ্ঠীগুলি মহিলাদের ‘আত্মনির্ভর’ করেছে। তিনি বলেন, তার সরকার নারীদের সুবিধার্থে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, মুসলিম বোনদের জন্য তিন তালাকের প্রথা বাতিল করেছে তার সরকার। ধর্ষণের মামলার জন্য ৭০০ টিরও বেশি ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করেছে এবং আমরা খনির খাতে কাজ করা মহিলাদের উপর নিষেধাজ্ঞাও সরিয়ে দিয়েছি।