Friday, April 19, 2024
কলকাতা

ব্লাউজ ছিঁড়ে হেনস্তা, ২২ নম্বর ওয়ার্ডে জিতলেন বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতা পুরভোটে ২২ নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করলেন বিজেপির হেভিওয়েট পার্থী মীনাদেবী পুরোহিত। সেই ১৯৯৫ সাল থেকে কলকাতার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। নিজের জয় নিয়ে আশাবাদী ছিলেন তিনি। প্রত্যাশামতোই ষষ্ঠ বারের জন্য জয়লাভ করলেন তিনি। ১ হাজার ৫২০ ভোটে জিতেছেন তিনি।

ভোটের দিন নিগ্রহ করা হয়েছিল তাঁকে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্লাউজ ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেছিলেন তিনি। মঙ্গলবার জয়ের পর মীনাদেবী বলেন, “সন্ত্রাস হেরেছে মানুষের জয় হয়েছে।”

তিনি বলেন, “মানুষের আশীর্বাদ ও সেবা জিতেছে। মানুষ দেখেছে কত সন্ত্রাস হয়েছে। সন্ত্রাস না হলে ৫ হাজার ভোটে জয়লাভ করতাম। মানুষ দু’হাত তুলে আশীর্বাদ করেছে। ২৫ বছর ধরে মানুষের সেবা করছি। সন্ত্রাস না হলে বিজেপি বোর্ড গঠন করত।”

রবিবার ভোটগ্রহণের দিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তোলেন। এই ঘটনায় নড়েচড়ে বসে কমিশন। রিপোর্ট তলব করা হয়। মীনাদেবী অভিযোগ করেন, তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীরা বুথ দখলের চেষ্টা করছিল। বাধা দিতেই তার ওপর চড়াও হয়। পোশাক ছিঁড়ে দেওয়া হয় তাঁর।