Saturday, July 27, 2024
দেশ

রাহুল গান্ধীর সম্পত্তি ৫ বছরে ৬৯ শতাংশ বেড়ে ১৫.৯ কোটি টাকা

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের আমেঠির পাশাপাশি কেরলের ওয়ানাড থেকে এবারের লোকসভা নির্বাচনে লড়ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বৃহস্পতিবার ওয়ানাডে মনোনয়ন পত্রও জমা দিয়েছেন রাহুল। মনোনয়ন পত্রের সঙ্গে সম্পত্তির খতিয়ানও জমা দিয়েছেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধীর পেশ করা খতিয়ান অনুযায়ী, গত ৫ বছরে রাহুলের সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ১৫.৯ কোটি টাকা। গত পাঁচ বছরে মোট ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে রাহুলের সম্পত্তি।

খতিয়ান অনুযায়ী, গত পাঁচ বছরে তাঁর মোট সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে ১৫.৯ কোটি টাকা। ২০১৪ সালে রাহুল গান্ধীর সম্পত্তির পরিমাণ ছিল মোট ৯.৪ কোটি টাকা।

রাহুল গান্ধী জানিয়েছেন, গত পাঁচ বছরে তাঁর রিয়েল এস্টেটের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে যা ছিল ১.৩২ কোটি টাকা। ২০১৯ সালে তা দাঁড়িয়েছে ১০.৮ কোটি টাকা।

অন্যদিকে, তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৮.০৭ কোটি থেকে কমে গিয়ে দাঁড়িয়েছে ৫.৮ কোটিতে। মিউচুয়াল ফান্ডে লগ্নি রয়েছে ৫.১৯ কোটি টাকা।