মুরগির বাচ্চা বাঁচাতে ১০ টাকা নিয়ে হাসপাতালে শিশু
আইজল: হাসপাতালে করুণ মুখে দাঁড়িয়ে আছে ছয় বছরের এক শিশু! তার ডান হাতে দশ টাকার নোট এবং বাঁ হাতে একটি মুরগির বাচ্চা। বুধবার এই ছবিই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিজোরামের ঘটনা এটি। যা একদম তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।
কিন্তু এখানেই শেষ নয়। এই শিশুর কীর্তি শুনলে কেঁদেও ফেলতে পারেন আপনি, মানবিক স্পর্শে। অথবা চরম বিস্ময়ের সঙ্গে ভাবতে পারেন, এমনটাও সম্ভব! জানা গেছে, শিশুটির নাম ডেরিক সি লালচনহিম। সে সাইকেল চালানোর সময় চাপা দেয় একটি মুরগীর বাচ্চাকে। মুরগীর বাচ্চার প্রতি শিশুটির অপরাধবোধ ও সহানুভূতি মানুষের বিবেকও নাড়া দেয়।
প্রতিবেশীর মুরগীর বাচ্চাটিকে সাইকেল চাপা দিয়ে অপরাধবোধে অনুতপ্ত ওই শিশুটি তার কাছে যে কয়টা টাকা ছিল তা হাতে নিয়ে মুরগীর বাচ্চাটিকে নিয়ে পার্শ্ববর্তী হাসপাতালে ছুটে যায়। ছোট্ট শিশুর এমন নিরীহ মুখ এবং মানবিকতা বোধ দেখে একজন নার্স তাঁর ছবি তোলেন। সেই ছবিই এখন অনলাইনে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।
শিশুটির বাবা বলেন, ডেরেক হাসপাতাল থেকে কেঁদে ফোঁপাতে ফোঁপাতে বাড়ি ফিরে আসে। তারপর নিজের জমানো ১০০ টাকা নিয়ে আবার হাসপাতালে দৌড়ে যায়, মুরগির বাচ্চাটাকে প্রাণে বাঁচানোর জন্য সবাইকে ওর চিকিৎসা করতে আর্জি জানায় ডেরেক।
অবশেষে ডেরেকের বাবা মা তাঁকে বোঝান যে, মুরগির বাচ্চাটি মারা গিয়েছে, প্রাণে বাঁচানো যাবে না কিছুতেই। ফেসবুকে ডেরেকের এমন সংবেদনশীলতা বহু বহু মানুষের হৃদয় জয় করেছে। বহু মানুষ প্রাণভরে আশীর্বাদ করেছেন ডেরেককে।