প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে: দিলীপ ঘোষ
দাড়িভিট: প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছে মেল পাঠিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের দাবি, পঞ্চায়েত এবং পৌরসভা ভোটে রাজ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে ভোট লুঠ করা হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী ছাড়া এখানে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে না।
Visited the family members and neighbors of “Bhasa Sahid- Tapas Barman” at Darivit (Uttar Dinajpur Zela).#DarivitPoliceKillings pic.twitter.com/nVTSsj4YwM
— Dilip Ghosh (@DilipGhoshBJP) 4 April 2019
এদিকে, দাড়িভিটে বিজেপির জনসভার অনুমতি বাতিল করে প্রশাসন। তবে প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করেই এদিন দাড়িভিটে সভা করেন দিলীপ ঘোষ।
সভা শেষে নিহত দুই ছাত্র তাপস বর্মণ এবং রাজেশ সরকারের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান দিলীপ ঘোষ।