কংগ্রেস জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন রাহুল, বললেন প্রিয়াঙ্কা
আমেঠি: আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হলে রাহুল গান্ধীই হবেন দেশের প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের আমেঠিতে এক নির্বাচনীয় জনসভায় এমন ঘোষণা দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এ সময় কংগ্রেস কর্মীদের উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন, আমরা ২০১৯ সালের লোকসভা ভোটে জিতবই। আর ভাই রাহুল হবেন প্রধানমন্ত্রী।
যদিও কংগ্রেস থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। এমনকি রাহুল নিজেও জানিয়েছেন, বিষয়টি নিয়ে কিছু ভাবেন না তিনি।
তবে ডিএমকে, আরজেডি, জেডির (এস) মতো কয়েকটি দলের নেতারা দাবি করেছেন, তারা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। কিন্তু মমতা বন্দোপাধ্যায় ও শারদ পাওয়ার এই প্রস্তাবে সমর্থন দেননি।
তৃণমূল নেত্রী মমতা মমতা জানিয়েছিলেন, কে প্রধানমন্ত্রী হবেন, তা ভোটের ফলাফলের পর বৈঠক করে ঠিক করা হবে।