Friday, October 11, 2024
আন্তর্জাতিক

জাপানে আলু বিক্রি করছে কুকুর (ভিডিও)

টোকিও: কর্মীবিহীন দোকান কিংবা রোবট চালিত দোকানের কথা আমরা প্রায় সবারই জানি। কিন্তু পোষা কুকুর পরিচালনা করছে দোকান, এরকম দৃশ্য আগে দেখা যায়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে এমন ঘটনা চোখে পড়ল।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, আলুর দোকানে বিক্রি করছে একটি কুকুর। কুকুরটির নাম কেন-কুন। বয়স মাত্র তিন বছর। কাউন্টারের ওপারে বসে সে বিক্রি করছে আলু। লোকজন দোকান থেকে আলু কিনে কুকুরটিকে অর্থ পরিশোধ করে চলে যাচ্ছে। কেন-কুনের এই আলুর দোকানটি জাপানের হোক্কাইডো দ্বীপে অবস্থিত।

তবে কেন-কুনের এই দোকানের সমস্যা হল, দোকানদার কুকুর হওয়ার জন্য টাকা ফেরত দিতে পারে না সে। সেজন্য দোকানের পাশে লেখা রয়েছে, আমি কুকুর। তাই টাকা ফেরত দিতে পারব না। এজন্য যারা সেখান থেকে আলু কেনেন, তাঁরা খুচরো নিয়ে যান। এছাড়া যারা অতিরিক্ত টাকা দেন, সেই টাকা থেকে কেন-কুনের খাবার কেনা হয়।

আলুর দোকান চালানো কেনের কাছে কোনো খেলা নয়। নিয়মিত এই কাজ করে সে। তার পর সন্ধ্যায় মালিকের সঙ্গে হেঁটে বাড়ি ফিরে যায়।