Sunday, February 9, 2025
দেশ

দাঙ্গার মামলায় স্থগিতাদেশের আর্জি খারিজ, লোকসভা ভোটে লড়তে পারবেন না হার্দিক

আহমেদাবাদ: লোকসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেলেন পতিদার নেতা হার্দিক প্যাটেল। ২০১৫ সালের মেহসেনা দাঙ্গার মামলায় স্থগিতাদেশ চেয়ে হার্দিকের আবেদন শুক্রবার খারিজ করল গুজরাট হাইকোর্ট। ফলে ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইন অনুসারে আসন্ন লোকসভা ভোটে লড়াই করতে পারছেন না হার্দিক প্যাটেল।

উল্লেখ্য, গত ১২ মার্চ কংগ্রেসে যোগ দিয়েছেন হার্দিক। জামনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েয়েছিলেন হার্দিক। গুজরাটে নির্বাচন হবে এক দফাতেই। আগামী ৪ এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। ২০১৫ সালের একটি মামলায় দু’বছর সাজা হয়েছে হার্দিকের। এরপর ২০১৮ সালের আগস্ট মাসে গুজরাট হাইকোর্ট জানায় তাঁকে জেলে থাকতে হবে না কিন্তু তাঁর সাজা এখনও মুকুব হয়নি।

নতুন নিয়ম অনুসারে সাজা পেয়েছেন এমন কেউ ভোটে লড়তে পারেন না। সাজার উপর স্থগিতাদেশ এলে তবেই ভোটে লড়তে পারেন তিনি। সেই কারণে নিজের সাজার উপর স্থগিতাদেশ চেয়েছিলেন হার্দিক। তবে তাঁর আবেদন খারিজ হয়ে গেল।

প্রসঙ্গত, সংরক্ষণের দাবিতে ২০১৫ সালে গুজরাটে পতিদার সম্প্রদায়ের তরফে আন্দোলন হয়। সেই মামলাতেই সাজা হয়েছিল হার্দিকের।