Tuesday, March 25, 2025
দেশ

কংগ্রেসে যোগ দিলেন শত্রুঘ্ন সিনহা

পাটনা: আজ, শনিবার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন শত্রুঘ্ন সিনহা। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ও মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার উপস্থিতিতে এদিন কংগ্রেসে যোগ দিলেন শত্রুঘ্ন।

বিক্ষুব্ধ নেতা শত্রুঘ্নকে এবার পাটনা সাহিব থেকে লোকসভার টিকিট দেয়নি বিজেপি। ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ।

সংবাদসংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে, পাটনা সাহিব থেকে বিজেপি তাঁকে লোকসভার টিকিট না দেওয়ার কারণে কংগ্রেসে যোগ দেওয়ার কথা বলেছিলেন শত্রুঘ্ন। সঙ্গে জানিয়েছিলে, যে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতারাও তাঁকে দলে নিতে আগ্রহী ছিলেন। তবে পারিবারিক বন্ধু লালুপ্রসাদ যাদবের পরামর্শেই কংগ্রেসে যোগ দিলেন শত্রুঘ্ন সিনহা।

আজ কংগ্রেসে যোগ দিয়ে মোদী-শাহকে আক্রমণ করে শত্রুঘ্ন সিনহা বলেন, বিজেপিতে আগে গণতন্ত্র ছিল। এখন একনায়কতন্ত্র চলছে। এবার লোকসভা ভোটের ময়দানেও সরাসরি বিজেপির বিরুদ্ধে নামতে চলেছেন শত্রুঘ্ন সিনহা। পাটনা সাহিব থেকে ভোটে লড়ে গতবাবের থেকে বেশি ভোটে জয়ী হবেন বলে আত্মবিশ্বাস তাঁর।