Thursday, April 25, 2024
দেশ

সোমনাথ মন্দিরে ‘অ-হিন্দু’ রেজিস্টারে নাম, বিতর্কে রাহুল, কটাক্ষ মোদীরও

নিউদিল্লি: নির্বাচনী প্রচারের ফাঁকেই গিরের সোমনাথ মন্দিরে পুজো দিতে যান কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। কিন্তু, সেখানেও বিতর্কের মাঝে পড়েন। কিন্তু, সেখানেও বিতর্কের মাঝে পড়েন তিনি। সোমনাথ মন্দিরে ঢোকার সময়ে ‘অহিন্দু’ হিসাবে নিজের নাম লিখিয়েছেন রাহুল।

সোমনাথ মন্দিরের ট্রাস্টের সচিব জানিয়েছেন, গুজরাটের সোমনাথ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে রেজিস্টারে নাম লিখতে হয় অহিন্দুদের। হিন্দুদের জন্য এমন কোনও নিয়ম নেই। মন্দিরের ভিসিটর্স বুকে রাহুলের নাম ‘অহিন্দু তালিকায় উল্লেখ করা হয়েছে। ওনার এক সহযোগী কংগ্রেসের মিডিয়া কো-অর্ডিনেটর মনোজ ত্যাগী ওই তালিকায় রাহুলের নাম উল্লেখ করেন।

এদিন কংগ্রেস সহ-সভাপতির সঙ্গে মন্দিরে গিয়েছিলেন সনিয়া গান্ধীর রাজনৈতিক পরামর্শদাতা তথা প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলও। রাহুল ছাড়াও রেজিস্টারে রয়েছে আহমেদ প্যাটেলেরও।

বিতর্কের পরই সোমনাথ মন্দিরের রেজিস্টার দেখতে ছুটে যান স্থানীয় কংগ্রেস নেতারা। তবে ততক্ষণে বিজেপি সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় রেজিস্টারের সেই বিশেষ অংশটি।

বিতর্ক সামাল দিতে কংগ্রেসের তরফে দিল্লিতে মুখপাত্র দীপেন্দ্র সিং হুডা বলেন, ‘রাহুল গান্ধী একজন সচ্চা শিবভক্ত। রাহুল ওই বুকে সই করেননি। কেউ চক্রান্ত করে এটা করেছে।’ শাসকদল বিজেপির দিকেই অভিযোগের আঙুল তাঁর।

এদিকে বিজেপিও পালটা আক্রমণ করেছে রাহুল গান্ধীকে। সোমনাথ মন্দিরে রাহুলে যাওয়া নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেলের কটাক্ষ, ‘প্রধানমন্ত্রী ঠেলায় এবার গুজরাটের ২১টি মন্দিরে গেলেন রাহুল।’

বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী খোঁচা দিয়ে বলেন, ”আগে নিজেকে হিন্দু হিসেবে ঘোষণা করুক রাহুল। আমার দৃঢ় বিশ্বাস, ১০ জনপথে একটি গির্জা রয়েছে। আর রাহুল গান্ধী খ্রিষ্টান।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাহুলের সোমনাথ যাত্রাকে কটাক্ষ করতে ছাড়েননি। প্রধানমন্ত্রী বলেন, ‘সর্দার প্যাটেল না থাকলে সোমনাথ মন্দির তৈরি হতো না। আজ অনেকে সোমনাথে যাচ্ছেন। অথচ তাঁদের পূর্বপুরুষরাই সোমনাথ মন্দির হতে দিতে চাননি। দেশের প্রথম প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরের পরিকল্পনায় খুশি ছিলেন না। সেই ইতিহাস ওনারা (কংগ্রেস) কি জানেন না?’