Sunday, September 15, 2024
দেশ

‘চোখের বদলা চোখ, ৪১ জওয়ানের জবাবে ওদের ৮২ জনকে মারতে হবে’

চণ্ডীগড়: পুলওয়ামার জঙ্গি হানায় তিনদিন অতিক্রান্ত হয়ে গেলেও রাগে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে অনেকেই। এবার মুখ খুললেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং। তিনি জানালেন, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁতের নীতি নিতে হবে। ৪১ জনের প্রাণ নিয়েছে আমাদের। হামলাকারী দেশের ৮২ জনের প্রাণ নিতে হবে।

মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সাফ জানিয়ে দেন, পাকিস্তান এবং জঙ্গি সংগঠনগুলিকে কড়া বার্তা দিতে যত সেনা শহিদ হয়েছেন তার দ্বিগুণ অর্থাৎ ৮২ জনকে খতম করতে হবে। এখনই পদক্ষেপ নেওয়ার সময়। কেউ যুদ্ধ করতে যেতে বলছে না, কিন্তু সেনা জওয়ানদের হত্যা মজা নয়। কিছু একটা করতেই হবে। আমি বীতশ্রদ্ধ, দেশ বীতশ্রদ্ধ।

যদিও অমরিন্দর সিংএমন বললেও বিতর্ক বারবার নাম জড়াচ্ছেন তাঁরই মন্ত্রীসভার নভজ্যোত সিধু। সিধুর মতে, জঙ্গিদের কার্যকলাপের জন্য সমগ্র দেশকে দায়ী করা যায় না। এরপরেই গোটা দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তিনি।

সোমবার সিধুকে ঘিরে উত্তাল হয় পাঞ্জাব বিধানসভা। পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পরেও পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য পাঞ্জাব বিধানসভায় বিরোধীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় সিধুকে।