ফের রক্তাক্ত পুলওয়ামা, সেনা-জঙ্গি লড়াইয়ে শহিদ ১ মেজর সহ ৪ জওয়ান
শ্রীনগর: ফের সংঘর্ষে উত্তাল জম্মু-কাশ্মীর। কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার রেশ কাটতে না কাটতে ফের সংঘর্ষ বাধলো একই জায়গায়। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। নিহতদের মধ্যে এক মেজর-সহ ৪ সেনা রয়েছে। এতে দুই জঙ্গিকে আটক করা হয়েছে। এছাড়া এই সংঘর্ষে একজন সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন।
রবিবার গভীর রাতে পুলওয়ামার পিঙ্গলিনা গ্রামে ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর আসে। এমন সংবাদের ভিত্তিতে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। সেই সময় দু’পক্ষের মধ্যে ব্যাপকগুলির লড়াই চলে। এতে ৪ সেনা নিহত হন। এখনও সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় চলছে। ঘটনায় আহত জওয়ানদের শ্রীনগরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Visuals: The 4 Army personnel including a Major, who were killed in action during encounter between terrorists and security forces, in Pinglan area of Pulwama district, belonged to 55 Rashtriya Rifles. #JammuAndKashmir (Visuals deferred by unspecified time) pic.twitter.com/Wa2sxz3bzT
— ANI (@ANI) 18 February 2019
সেনা সূত্রে খবর, সিআরপিএফের কয়েকজন জওয়ান দুই-তিনজন সন্ত্রাসবাদীকে ঘিরে ফেলে। ভারতীয় সেনা সেই এলাকা ঘিরে ফেলে ও তল্লাশি অভিযান চালাতে শুরু করে। এরপর উভয় তরফ থেকেই গোলাগুলি চলতে থাকে ও তা প্রায় মাঝরাত পর্যন্ত চলে। সংঘর্ষে একজন সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে খবর।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিদের হামলায় ৪৯ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।