Saturday, July 27, 2024
রাজ্য​

অর্জুনের পর রাজ্যের আরও ৩ বিধায়ক যোগ দিতে পারেন বিজেপিতে

নয়াদিল্লি: একা অর্জুন সিং নয়, বিজেপিতে যোগ দিতে পারেন রাজ্যের আরও তিন বিধায়ক। বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের আরও ৩ বিধায়ক। তাঁরা হলেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং, বাগমুণ্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত, পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়।

বিজেপি সূত্রের খবর, আজই বিজেপিতে যোগ দিতে পারেন বাঘমুন্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন পুরুলিয়ার কংগ্রেসি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। তৃণমূল ছেড়ে আজই বিজেপিতে যোগ দিতে পারেন নোয়াপাড়ার তৃণমূল সাংসদ তথা গারুলিয়ার পুরপ্রধান সুনীল সিং।

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশের সঙ্গে আজ দফায় দফায় বৈঠক করেন কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি সূত্রে খবর, এই তিন বিধায়ককে আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট দিতে পারে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, আজই বিজেপিতে যোগদান করেছেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। বিজেপিতে যোগ দিয়েই অর্জুন সিং মুখ্যমন্ত্রীর উপর ক্ষোভ উগড়ে দেন। অর্জুন বলেন, দেশের ভালো চান না মমতা বন্দ্যোপাধ্যায়। মা-মাটি-মানুষ এখন মানি মানি মানি।