Thursday, March 28, 2024
দেশ

রাহুলের উত্থানকে ‘ঔরঙ্গজেবী রাজ’ বলে কটাক্ষ মোদীর

নিউদিল্লি: রাহুল গান্ধীর কংগ্রেস সভাপতি পদে বসাটা প্রায় নিশ্চিত হওয়ার পর তাঁকে বিদ্রুপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবারই সভাপতি পদ নির্বাচনে মনোনয়ন পেশ করেন রাহুল। এখনও পর্যন্ত আর কেউ মনোনয়ন দেননি। ফলে ভোট করার প্রয়োজনই হবে না, বিনা লড়াইয়েই মা সনিয়া গান্ধীর হাত থেকে নেতৃত্বের ব্যাটন রাহুলের হাতে যাবে।

সোমবার গুজরাটের ভালসাদে নির্বাচনী জনসভায় রাহুলের সম্ভাব্য আরোহনকে ‘ঔরঙ্গজেবী রাজ’ বলে কটাক্ষ করেন মোদী। তিনি ন্যাশনাল হেরাল্ড মামলার উল্লেখ না করেই রাহুলকে নিশানা করেন। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস দেউলিয়া হতে বসেছে। এমন একজনকে সভাপতি করতে চলেছে যিনি দুর্নীতি মামলায় জামিনে রয়েছেন।

কংগ্রেসকে আক্রমণ করে এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, কংগ্রেস সরকারের মন্ত্রী মণিশঙ্কর আয়ারকে বলতে শুনলাম, ‘মুঘল আমলে কি নির্বাচন হত? জাহাঙ্গিরের পর শাহজাহান এলেন, কোনও নির্বাচন হয়েছিল? ধরেই নেওয়া যায়, শাহজাহানের পরও ঔরঙ্গজেব ক্ষমতায় বসবেন, এটাই স্বাভাবিক।’

প্রধানমন্ত্রীর প্রশ্ন, তাহলে কংগ্র্রেস কি স্বীকার করে, দলটা পরিবারের সম্পত্তি? আমরা এই ঔরঙ্গজেবের শাসন চাই না।

কংগ্রেসের গণতন্ত্রকে কটাক্ষ করেন মোদী বলেন, ‘‘যাদের দলেই গণতন্ত্র নেই, তারা দেশে কী ভাবে গণতন্ত্র আনবে?’’