Friday, April 26, 2024
দেশ

ভুটানের রাজপুত্রের জন্য মোদীর উপহার বিশ্বকাপের অফিসিয়াল ফুটবল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের রাজার সঙ্গে করমর্দন, রাণীকে নমস্কার করেন। আর রাজপুত্রের জন্য উপহার যুব বিশ্বকাপের অফিসিয়াল ফুটবল। এভাবেই ভুটানের রাজ পরিবারকে স্বাগত জানালেন তিনি।

সম্প্রতি ভারত সফরে এসেছেন ভুটান রাজ জিগমে খেশর নামগেল ওয়াংচু। রাজার সঙ্গে এসেছেন রাণী জেটসান পেমা ওয়াংচু এবং রাজপুত্র জিগমে নামগেল। ওয়াংচু পরিবারের খুদে সদস্য জিগমে নামগেলের হাতে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে দিয়েছেন অনুর্ধ ১৭ বিশ্বকাপের অফিসিয়াল ফুটবলটি। তবে শুধু ফুটবলই নয়, রাজপুত্রের জন্য দাবাও উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার একটি প্রেস বিবৃতিতে রাষ্ট্রপতি কোবিন্দ ভুটানের রাজা জিগমে খেশর নামগেল ওয়াংচুর প্রশংসা করে বলেন, “ডোকালা ইস্যুতে যেভাবে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং গোটা পরিস্থিতি নিজের তত্ত্বাবধানে পরিচালনা করেছেন তা সত্যিই প্রশংসনীয়।”