Sunday, December 3, 2023
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ওয়ালমার্ট শপিংমলে গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ওয়ালমার্ট শপিংমলে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থর্নটন পুলিশ বিভাগ এক টুইটার বার্তায় জানায়, শপিংমলে গুলিবর্ষণের ঘটনায় বয়স্ক দুই পুরুষ ও এক নারী নিহত হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে সতর্কতার জন্য সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়।

পুলিশ কর্মকর্তা ভিক্টর অ্যাভিলা জানান, ওয়ালমার্টের একটি স্টোরে এ গুলির ঘটনা ঘটে। তবে কাউকে জিম্মি করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। এটি পেশাদার কোন গুলির ঘটনা নয়। সেখানে আর কোন হুমকির ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, গত মাসে নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক বন্দুকধারীর গুলিতে ৫৮ জন নিহত হয়। এই মাসের এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রে বছরে ৩৩ হাজারেরও বেশি গোলাগুলির ঘটনা ঘটে।