Friday, April 19, 2024
আন্তর্জাতিক

ব্রিটেনে ইসলামি সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা নস্যাৎ

লন্ডন: যিশুখ্রীষ্টের জন্মদিনের উৎসব ক্রিসমাসে ব্রিটেনে ইসলামি সন্ত্রাসীদের একটি হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে গত মঙ্গলবার সকালে দক্ষিণ ইয়র্কশায়ার ও ডার্বিশায়ার থেকে চারজনকে আটক করা হয়েছে।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের এক মুখপাত্র বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দল চেস্টারফিল্ডে একটি বেস্টনী দিয়ে ফেলে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত অন্য তিনজনের বয়স ২২, ৩৬ ও ৪১ বছর। তাদের শেফিল্ডের বার্নগ্রেভ ও মিরসব্রুক এলাকা থেকে আটক করা হয়।

মুখপাত্র আরো বলেন, আমরা বুঝতে পারছি অভিযানের ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিতে পারে। আমরা স্থানীয়দের আতঙ্কিত না সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছি। মানুষের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

ওই চার আটক ব্যক্তিকে বিরুদ্ধে ২০০০ সালের সন্ত্রাস আইনের ৪১ ধারা অনুযায়ী সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি ও উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পশ্চিম ইয়র্কশায়ারের একটি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।