Sunday, October 13, 2024
রাজ্য​

দিল্লিতে মমতা-অভিষেকের ধর্নার অনুমতি দিলো না পুলিশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আগামী ২ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ সেই কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এমনটাই জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

কুণাল ঘোষ বলেন, ‘২ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচি ছিলো। সেই অনুযায়ী আমরা দিল্লি পুলিশের কাছে আবেদন জানাই। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রামলীলা ময়দান পাওয়ার জন্য আবেদন করেছিলাম।’

তিনি বলেন, ‘দূরদূরান্ত থেকে আসা কর্মীদের জন্য রামলীলা ময়দানেই থাকার বন্দোবস্ত করা হতো। তবে শুধুমাত্র রাজনৈতিক কারণেই সভার অনুমতি দিলো না দিল্লি পুলিশ।’

উল্লেখ্য, গত ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে ‘দিল্লি চলোর’ ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও থাকার ডাক দিয়েছিলেন তিনি।