Wednesday, May 15, 2024
দেশ

‘পড়ুয়াদের হিজাব পরতে বাধ্য করা যায় না’, সাফ বললো হাইকোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মধ্যপ্রদেশের দামোহ জেলার গঙ্গা যমুনা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, অ-মুসলিম পড়ুয়াদেরও হিজাব পরতে বাধ্য করেছিলেন তারা। ওই স্কুলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। 

বুধবার মধ্যপ্রদেশ হাইকোর্ট জানায়, ‘হিজাব পরতে পড়ুয়াদের বাধ্য করা যায় না। আবার পৈতে নিষিদ্ধ করা যায় না।’ 

গঙ্গা যমুনা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি নাকি ছাত্রীদের হিজাব পরতে বাধ্য করেছেন। ওই স্কুলের প্রশাসকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টে মামলা রুজু করা হয়।

বিতর্কের সূত্রপাত ঘটে স্কুলের টপারদের একটি পোস্টার ঘিরে। স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণির টপারদের একটি পোস্টারে দেখা যায়, সব ছাত্রীরাই হিজাব পরে আছেন। তবে পোস্টারে থাকা ছাত্রীদের মধ্যে ৫ জন মুসলিম ছিলেন না। তাদের জোর করে হিজাব পরানো হয় বলে অভিযোগ।

আদালতের নির্দেশ, ‘এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। স্কুলের কারও পৈতে থাকলে তা নিষিদ্ধ করা যাবে না। কেউ কপালে তিলক লাগাইলে, তাও লাগাতে দিতে হবে। ভিনধর্মের পড়ুয়াদের অন্যধর্মের গ্রন্থ পড়তে বাধ্য করা যাবে না। হিন্দু বা জৈন ধর্মের মেয়েদের হিজাব পরতে বাধ্য করা যাবে না।’