ইফতারে অংশগ্রহণ করে মুসলিমদের অপমান করায় অভিনেতা বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সম্প্রতি চেন্নাইয়ের রোয়াপেট্টাহ ওয়াইএমসিএ ময়দানে একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। তবে এই আয়োজন ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। তামিলনাড়ু সুন্নাত জামাত নামে একটি মুসলিম সংগঠন বিজয়ের বিরুদ্ধে মুসলিমদের অপমানের অভিযোগ তুলে চেন্নাই পুলিশ কমিশনারের দপ্তরে মামলা দায়ের করেছে।
অভিযোগের বিবরণ
তামিলনাড়ু সুন্নাত জামাতের কোষাধ্যক্ষ সৈয়দ কাউস গণমাধ্যমের সামনে এসে বিজয়ের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “বিজয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে মুসলিমদের অপমান করা হয়েছে। যারা রোজা রাখেনি বা ইফতারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমন মদ্যপ ও রাউডি প্রকৃতির ব্যক্তিদের অংশগ্রহণে আমরা অপমানিত হয়েছি।”
অনুষ্ঠান আয়োজনের ত্রুটি ও নিরাপত্তাকর্মীদের ব্যবহার নিয়ে ক্ষোভ
সৈয়দ কাউস আরও অভিযোগ করেন যে, ইফতারের আয়োজন সঠিকভাবে করা হয়নি এবং বিজয়ের বিদেশি নিরাপত্তাকর্মীরা অতিথিদের প্রতি অপমানজনক আচরণ করেছেন। তিনি বলেন, “নিরাপত্তারক্ষীরা মানুষকে গরুর মতো ব্যবহার করেছে। এটি অত্যন্ত অসম্মানজনক। বিজয় এ বিষয়ে দুঃখপ্রকাশ করেননি, যা আরও কষ্টদায়ক।”
আইনি পদক্ষেপের দাবি
সৈয়দ কাউস স্পষ্টভাবে জানিয়েছেন যে, এই অভিযোগ প্রচারের জন্য করা হয়নি বরং ভবিষ্যতে এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেই উদ্দেশ্যেই তারা আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।
ইফতার অনুষ্ঠানে বিজয়ের অংশগ্রহণ
ইফতারের দিন বিজয় নিজে মাথায় টুপি পরে নামাজে অংশ নেন এবং উপস্থিত মুসলিম অতিথিদের সঙ্গে ইফতার করেন। সামাজিক মাধ্যমে সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিজয়ের এই পদক্ষেপ অনেকের কাছে প্রশংসিত হলেও আয়োজনের ত্রুটি এবং অপমানের অভিযোগ ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
অভিনেতা কী বলছেন?
বিজয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানের বিতর্ক নিয়ে তামিলনাড়ুতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুসলিম সংগঠনটির অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নেয়, তা নিয়ে সবাই অপেক্ষায় রয়েছে। বিজয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। News 18 Tamil