‘২০২৪ সালেও ফের লালকেল্লায় আমিই ভাষণ দেব’, বিরোধীদের হুঁশিয়ারি মোদীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: স্বাধীনতা দিবসের (Independence Day) ভাষণে লালকেল্লায় দাঁড়িয়ে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪ সালের লোকসভা ভোটে জিতে ফের ক্ষমতায় ফেরার বার্তা দিলেন তিনি।
মোদী বলেন, ‘২০২৪ সালেও ফের লালকেল্লায় আমিই ভাষণ দেব। ভারত ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে। তখন ভারতের স্বাধীনতার ১০০ বছর পূর্তি হবে।’
পাশাপাশি, পরিবারতন্ত্র নিয়েও বিরোধীদের আক্রমণ করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘দুর্নীতি, পরিবারতন্ত্র এবং তোষণের বিরুদ্ধে লড়াই করতে হবে। যাতে ভারত একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্নীতি, পরিবারতন্ত্র এবং তুষ্টিকরণের রাজনীতি ইস্যুতে বিরোধীদের খোঁচা দিলেন মোদী। কেননা বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের একাধিক দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির ভুরিভুরি অভিযোগ উঠেছে। পারিবারিক নিয়ন্ত্রণও রয়েছে। রয়েছে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগও। এই তিনটি দেশের উন্নতির পথে প্রধান অন্তরায় হিসেবে দাবি করে আসলে বিরোধীদের উপর চাপ বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।