‘ধীরে ধীরে মণিপুরে শান্তি ফিরছে’, স্বাধীনতা দিবসের ভাষণের শুরুতেই বার্তা মোদীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর ভাষণের শুরুতেই উঠে আসে মণিপুর অশান্তির প্রসঙ্গ।
মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যাপক অশান্তি হয়েছে মণিপুরে। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত কয়েক মাস ধরে উত্তপ্ত মণিপুর। মা-বোনেদের সম্মানহানি হয়েছে। গোটা দেশ মণিপুরের পাশে আছে। ধীরে ধীরে মণিপুরে শান্তি ফিরছে। আমাদের বৈচিত্রই আমাদের শক্তি।’
মোদী বলেন, ‘আমরা শান্তির মাধ্যমে মণিপুর সমস্যার সমাধান করবো। মণিপুরে শান্তির মাধ্যমে সমাধানের পথ পাওয়া যাবে। কেন্দ্র এবং রাজ্য সরকার সমাধানের জন্য সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে।’