Wednesday, October 9, 2024
দেশ

দুর্নীতি, পরিবারতন্ত্র, তোষণ দেশের শত্রু: মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘দুর্নীতি, পরিবারতন্ত্র এবং তোষণ দেশের শত্রু।’

মোদী বলেন, ‘ভাই-ভাতিজার রাজনীতির জেরে ধাক্কা খেয়েছে ভারতের বিকাশ। দেশের উন্নতির স্বার্থেই পরিবারতন্ত্রকে একেবার উৎখাত করে ফেলা হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি, পরিবারতন্ত্র ও তোষণ দেশের শত্রু। এই তিন শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ২০৪৭ সালে দেশ যখন স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে, তখন ভারত একটি উন্নত রাষ্ট্র হবে। ভারতকে বিশ্বভারত করতে হলে চোখে-চোখ রেখে তিন শত্রুর বিরুদ্ধে লড়তে হবে। দুর্নীতি দেশের ক্ষতি করেছে। পরিবারতন্ত্র জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছে। তোষণ দেশের বদনাম করেছে।‘