Friday, April 26, 2024
দেশ

বায়ুসেনা দিবসে মোদির শুভেচ্ছা বার্তা

আজ ভারতীয় বায়ুসেনা ৮৫তম প্রতিষ্ঠা দিবস৷ প্রতি বছরের মতো এবছরও গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে অনুষ্ঠানও শুরু হয়৷ এই অনুষ্ঠানে যুদ্ধবিমানগুলিও এয়ারশো-তে অংশগ্রহণ করে।

এই উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইটার বার্তায় তিনি লেখেন, ‘‌বায়ুসেনা দিবসে প্রত্যেক বায়ুসেনা কর্মী এবং তাদের পরিবারকে শুভেচ্ছা। বায়ুসেনার জন্যই আকাশপথে আমরা সুরক্ষিত।’‌

উল্লেখ্য, ১৯৩২ সালের ৮ অক্টোবর গঠিত হয় ভারতীয় বায়ুসেনা৷ ভারতীয় বিমানবাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবাহিনী। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর কর্মীসংখ্যা ১৭০,০০০ জন, ১,১৩০টি কমব্যাট এবং ১,৭০০টি নন-কমব্যাট এয়ারক্র্যাক্ট সক্রিয় আছে।