Thursday, March 28, 2024
আন্তর্জাতিক

নিউইয়র্কে ‘আইএসের হামলার পরিকল্পনা’ ব্যর্থ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কোয়ার এবং পাতাল রেলে আইএসের একটি হামলাচেষ্টা ব্যর্থ করে দিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) এক এজেন্ট। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলেন, এই হামলার ষড়যন্ত্রের অভিযোগে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছে কানাডিয়ান নাগরিক আবদুল রহমান আল বানসাবী (১৯), পাকিস্তানি নাগরিক তালহা হারুন (১৯) এবং ফিলিপাইনের নাগরিক রাসেল সালেক (৩৭)।কানাডার নাগরিক আবদুল রহমানকে নিউইয়র্ক থেকে, তালহা হারুনকে পাকিস্তান থেকে ও রাসেল সালিককে ফিলিপাইন থেকে গ্রেপ্তার করা হয়। তালহা হারুন পাকিস্তান বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তাঁরা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নামে ওই হামলা চালানোর ষড়যন্ত্র করছিলেন। তাঁদের একজন বলেন, তিনি ৯/১১-এর মতো আরেকটি ঘটনার জন্ম দিতে চেয়েছিলেন।

আবদুলরহমান এফবিআইয়ের এজেন্টকে টাইমস স্কয়ারের একটি ছবি পাঠিয়ে বলেন, এখানে হামলা চালাতে ‘আমাদের একটি গাড়ি বোমার অত্যন্ত প্রয়োজন।’ তার ইচ্ছে ছিল ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে টুইনটাওয়ারে বিমান হামলার মতোই আরেকটি ঘটনা ঘটানো। আর তালহা হারুন এজেন্টকে সাবওয়েতে হামলা চালানোর কথা বলেছিলেন। আর রাসেল সালিক একজন ‘চিকিৎসক’ হিসেবে পরিচিত। তিনি হামলায় প্রায় ৪২৩ মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছিলেন এবং আরও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এফ বি আই এজেন্টকে তালহা হারুণ বলেন, পাতাল রেল একটা ‘চমৎকার লক্ষ্যবস্তু’ হবে, এবং তাদের গুলি শেষ হয়ে গেলে আত্মঘাতী ভেস্ট বিস্ফোরণ ঘটানো হবে।

কানাডিয়ান নাগরিক আবদুল রহমান আল বানসাবী জানিয়েছে, তাদের এ হামলা পরিকল্পনার অনুপ্রেরণা ছিল ২০১৫ সালের প্যারিস হামলা। প্যারিসের ওই কনসার্টে হামলায় নিহত হন ১৩৭ জন।