Tuesday, May 21, 2024
কলকাতা

বিগ্রেডে লাখো কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সমস্ত জল্পনার অবসান। আগামী ২৪ ডিসেম্বর বিগ্রেডে লাখো কন্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে দিল্লিতে গিয়েছিলেন সুকান্ত। সুকান্ত টুইটে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ২৪ ডিসেম্বর লাখো কন্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। 


২৪ ডিসেম্বর ব্রিগেড ময়দানে লাখো কন্ঠে গীতাপাঠের অভিনব উদ্যোগ নিয়েছে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, সংস্কৃতি সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মঠ-মিশনের আশ্রমিক থেকে স্কুল পড়ুয়া, প্রত্যন্ত গ্রামের বাসিন্দারাও।

২৪ ডিসেম্বর সকাল ৯টায় ২০ হাজার ৮টি শঙ্খধ্বনির মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের সকল বিধায়কদের আমন্ত্রণ জানানো হবে।

উল্লেখ্য, গত বছর মায়াপুরে একসঙ্গে ৫ হাজার মানুষ গীতা পাঠ করেছিলেন। এবার লাখো মানুষ একসঙ্গে গীতা পাঠ করে নয়া রেকর্ড গড়তে চলেছে।