সার্জিক্যাল স্ট্রাইক ২: মঙ্গলবার রাতে এক মুহূর্তের জন্যও ঘুমোননি মোদী
নয়াদিল্লি: পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের হামলায় পাল্টা মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে পাকিস্তানের বালাকোটের একাধিক জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালায় ভারতীয় বিমান বাহিনী। আর রাতভর জেগে এই অভিযানের বিষয়ে কড়া নজর রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনমন্ত্রীকে সঙ্গে নিয়ে এই অভিযানের তদারকি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি মুহূর্তে অভিযানের আপডেট নিয়েছেন। কিভাবে অভিযানটি চালানো হবে এবং কখন কী পদক্ষেপ নেয়া হবে, তার সবটাই দেখছেন তিনি। অভিযানের পরিকল্পনার সময়েও প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।
পাশাপাশি অভিযান চলাকালে মোদী ওয়াররুমেও ছিলেন। ২১ মিনিট ধরে চলা এই অভিযানে প্রায় ৩৫০ জঙ্গি নিহত হয়েছে।
প্রায় সাড়ে চারটে নাগাদ অভিযান শেষ করে পাকিস্তান থেকে ফিরে আসেন ভারতীয় বায়ুসেনারা। অপারেশন শেষে পাইলটরা ফিরে আসার পর বিশ্রামে যান মোদী। তারপর তাঁদের সকলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।