Wednesday, May 15, 2024
দেশ

ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানাতে বেঙ্গালুরু যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিহাস সৃষ্টি করে চতুর্থ দেশ হিসেবে চাঁদে এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে চন্দ্রযান ৩। ১৪০ কোটি ভারতবাসীকে গর্বিত করেছে ইসরো। তাই এবার ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানাতে বেঙ্গালুরু যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে এমনটাই জানিয়েছেন তিনি।

চন্দ্রযান চাঁদের মাটি ছোঁয়ার সময় দেশে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস সম্মেলন উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন মোদী। ভার্চুয়ালি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন তিনি।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরেই বেঙ্গালুরু যাবেন মোদী। আগামী ২৫ আগস্ট দেশে ফিরছেন তিনি। তার পরের দিন ২৬ আগস্ট বেঙ্গালুরু যাবেন প্রধানমন্ত্রী মোদী। ইসরোর বিজ্ঞানীদের সাথে দেখা করবেন এবং তাঁদের সাফল্যের জন্য অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী।