Wednesday, May 15, 2024
আন্তর্জাতিক

‘ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি নজরকাড়া অগ্রগতি করেছে’, চন্দ্রযান ৩ এর সাফল্যে বার্তা পুতিনের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একটুর জন্য স্বপ্নপূরণ হয়নি রাশিয়ার। চাঁদের মাটিতে ভেঙে পড়ে রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫। চাঁদের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লুনা-২৫। চাঁদের মাটিতে আছড়ে পড়ে। তবে বুধবার ভারতের চন্দ্রযান ৩ পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে।

ইতিহাস তৈরি করে গোটা বিশ্বের নজর কেড়েছেন ইসরোর (ISRO) বিজ্ঞানীরা। এই সফলতার জন্য ভারতের ভূয়সী প্রশংসা করে অভিনন্দন জানালেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন (Russian President Putin)।

টুইটে পুতিন লিখেছেন, ‘চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফল অবতরণ ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির নজরকাড়া অগ্রগতির প্রমাণ।’

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে পুতিন টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩ -এর সফল অবতরণের জন্য আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। মহাকাশ অনুসন্ধানে এটি একটি বড় পদক্ষেপ এবং অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের চিত্তাকর্ষক অগ্রগতির প্রমাণ। ইসরোর নেতৃত্ব এবং কর্মীদের নতুন সাফল্যের জন্য আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।’