মধ্যপ্রদেশে সন্ত রবিদাস মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মধ্যপ্রদেশে সন্ত রবিদাস মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মধ্যপ্রদেশের সাগর জেলায় মরমী কবি ও সমাজ সংস্কারক সন্ত রবিদাসকে উৎসর্গ করা ১০০ কোটি টাকা বরাদ্দের ওই মন্দিরের উদ্বোধন করবেন মোদী।
কবি এবং গীতিকার হিসাবে ভক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রবিদাসের। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যে তাঁর অসংখ্য অনুগামী রয়েছে। দলিতদের মধ্যে তিনি পূজনীয়। গুরু গ্রন্থ সাহিবেও রবিদাসের প্রচারিত বার্তা রয়েছে। পাঞ্জাবে শিখদের মধ্যেও রবিদাস জনপ্রিয়।
বিজেপি আশা করছে, প্রধানমন্ত্রীর এদিনের সমাবেশ এবং সন্ত রবিদাসকে উৎসর্গ করা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ২ লাখ মানুষ উপস্থিত থাকবেন, যাদের মধ্যে দলিতদের একটি অংশও রয়েছে। এছাড়া মধ্যপ্রদেশের সাগর এবং সংলগ্ন বু্ন্দেলখণ্ড এলাকার জেলাগুলিতে শিখদের সংখ্যাও উল্লেখযোগ্য।
মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় ভাষণ দেবেন মোদী। উল্লেখ্য, চলতি বছরের শেষের দিকে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন।