Thursday, September 19, 2024
কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রর রহস্যমৃত্যু কাণ্ডে গ্রেফতার প্রাক্তনী সৌরভ চৌধুরী, নজরে হোস্টেলের আরও ৪ বোর্ডার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে। মনোতোষ নামে আরও এক প্রাক্তনীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারপরেই পুলিশের নজরে আরও ৪ বোর্ডারের নাম উঠে এসেছে।

শুক্রবার সন্ধ্যায় সৌরভকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, সৌরভের কথায় অনেক অসঙ্গতি পাওয়া গেছে। 

মৃত ছাত্রর বাবার অভিযোগ, সৌরভের নেতৃত্বেই ভয়াবহ অত্যাচার করা হয়েছে তাঁর ছেলের ওপর। তার ছেলেকে মেরে নিচে ফেলে মেরে দেওয়া হয়েছে। 

স্বপ্নদীপের বাবা জানিয়েছেন, এই সৌরভই তাঁর ছেলেকে অন্য একজনের সঙ্গে হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। হোস্টেল সিট পেয়েও গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা করে দিয়েছিল সৌরভ।

জানা গেছে, ২০২২ সালে যাদবপুর থেকে এমএসসি পাশ করে সৌরভ। তারপরেও হোস্টেলে থাকছিল সে। প্রাক্তনী হয়েও কিভাবে হোস্টেলে থাকতো সে? তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিন বিশ্ববিদ্যালয়ের বাকি পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গিয়ে বারবার উঠে এসেছে সৌরভের নাম।