Friday, June 14, 2024
দেশ

শহিদদের সম্মানে রাষ্ট্রীয় সৈনিক স্মারকের ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: স্বাধীনতার সময় থেকে দেশকে রক্ষার বহু সেনা জওয়ান শহিদ হয়েছেন। তাদের সম্মানে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। আজ মন কি বাত অনুষ্ঠানে একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ইন্ডিয়া গেটের সামনে এই অনুষ্ঠানটির সূচনা করবেন মোদী।

প্রায় ২২,৫০০ জন জওয়ানকে শ্রদ্ধা জানানো হবে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে হাজির থাকবেন সেনা, নৌসেনা এবং বায়ূসেনার প্রধান। এছাড়াও হাজির থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন। উপস্থিত থাকবেন ক্যাবিনেট মন্ত্রীরাও।

সেনা জওয়ানদের শ্রদ্ধার্ঘে একটি দেওয়াল তৈরি হয়েছে। সেই দেওয়ালেই লেখা রয়েছে শহিদ জওয়ানদের নাম। সাধারণ মানুষের মধ্যে স্বদেশপ্রেম জাগিয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, স্বাধীনতার পর দেশরক্ষার জন্য শহিদ হয়েছেন যে জওয়ানেরা। সেই সাহসী জওয়ানদের সম্মান দেওয়ার উদ্দেশেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।