Sunday, September 15, 2024
দেশ

৭৫ হাজার কোটি টাকার কিষান সম্মান নিধি যোজনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গোরক্ষপুর: আজ গোরক্ষপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষান সম্মান নিধি যোজনার উদ্বোধন করলেন। এই প্রকল্পে প্রথম কিস্তিতে এক কোটি কৃষককে ২ হাজার টাকা করে দেওয়া হবে। প্রকল্পের জন্য ৭৫ হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে।

সম্পূর্ণ ডিজিটাল এই পরিষেবা যার মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ঢুকে যাবে। এদিন গোরক্ষপুরের এক সভায় সরকারিভাবে এই প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী। প্রায় ১২ কোটি প্রান্তিক কৃষক এই পরিষেবা পাবে।

২০১৯-২০ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। এই পরিষেবার আওতায় ২ হেক্টরের কম জমির কৃষকদের হাতে তিন কিস্তিতে বার্ষিক ৬,০০০ টাকা তুলে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী টুইট বার্তায় লেখেন, আজ একটি ঐতিহাসিক দিন। গোরখপুরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উদ্বোধন হবে। এই প্রকল্প কৃষকদের আশা, আকাঙ্খা পূরণ করবে।