Wednesday, September 11, 2024
রাজ্য​

টার্গেট ২০১৯! রাজ্যে বিজেপির রথের সারথি স্বয়ং মোদীই

কলকাতা: টার্গেট ২০১৯-এর লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যে বাংলায় বিজেপি রথযাত্রায় ‘কৃষ্ণ সারথির’ ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব কিছু ঠিক থাকলে ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে রথযাত্রার অনুষ্ঠানে পৌঁছনোর কথা মোদীর। ওইদিন সেখানেই প্রধানমন্ত্রীকে দিয়ে সভা করতে চলেছে বিজেপি। রথযাত্রার গোটা পর্বে আরও দু-তিনটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। এতেই বোঝা যাচ্ছে আসন্ন লোকসভা ভোটে পশ্চিমবঙ্গকে কতটা গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

শুক্রবার কোচবিহারে এ রাজ্যে দলের প্রথম রথযাত্রার উদ্বোধনও করবেন সর্বভারতীয় বিজেপির সভাপতি অমিত শাহ। বিভিন্ন প্রান্ত থেকে রওনা হয়ে একাধিক রথের যাত্রা শেষ হবে কলকাতায় ১৬ জানুয়ারি। কিন্তু অতীতে বিজেপির কোনও রথযাত্রার কর্মসূচিতেই প্রধানমন্ত্রী যোগ দেননি। তবে এবার বাংলায় রথযাত্রায় গোটা দল যে ভাবে ঝাঁপিয়ে পড়ছে, অতীতে তার কোনও নজির নেই। বোঝাই যাচ্ছে, বাংলায় লোকসভা আসনে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির।

মঙ্গলবার শিলিগুড়িতে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, রথযাত্রা চলাকালীন নরেন্দ্র মোদী বাংলায় চারটি সভা করবেন। ফেসবুকে পোস্টে কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, মোদী ১৬ তারিখই শিলগুড়িতে সভা করবেন। সূত্রের খবর, আগামী ২৪ ডিসেম্বর দুর্গাপুরে, ৫ জানুয়ারি শ্রীরামপুরে ও ১১ জানুয়ারি কৃষ্ণনগরে মোদীকে দিয়ে জনসভা করানোর পরিকল্পনা আছে রাজ্য বিজেপির।