Thursday, September 19, 2024
দেশ

ভারতের সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট ‘বিগ বার্ড’র সফল উৎক্ষেপণ

নয়াদিল্লি: ভারতের সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট জিস্যাট-১১, যাকে বলা হয় ‘বিগ বার্ড’, সেটির সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রেরণ করা হয়েছে। ৫ হাজার ৫৮৪ কিলোগ্রাম ওজনের এই স্যাটেলাইট দক্ষিণ আমেরিকার কোরো’র ফ্রেঞ্চ মহাকাশ কেন্দ্র থেকে বুধবার মহাকাশে প্রেরণ করা হয়।

জিএসএটি-১১ স্যাটেলাইটটি দেশের দূরবর্তী স্থানে বা প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছতে সহযোগিতা করবে। ৫,৮৫৪ কেজি ওজনের এ স্যাটেলাইটটি মহাশূন্যে পাঠানো ভারতের সবচেয়ে ভারী উপগ্রহও বটে। এর আগে এটি উৎক্ষেপণ করার জন্য চলতি বছরের মে মাসে প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়। এবার দক্ষিণ আমেরিকা থেকে এটি মহাকাশে পাঠাতে সফল হল ভারত।

এদিন বিগ বার্ড স্যাটেলাইট উৎক্ষেপণের পর এটি খুব ভালোভাবেই গন্থব্যে পৌঁছে যায়। অত্যাধুনিক এই স্যাটেলাইটটি দেশের পরবর্তী প্রজন্মকে উচ্চক্ষমতাসম্পন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে দেবে। সেইসঙ্গে এটি ভারতজুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান ড. কে সিভান জানিয়েছেন, স্যাটেলাইটটি নতুন প্রজন্মের জন্য একটি অ্যাপ্লিকেশন প্লাটফর্ম সরবরাহ করবে। এখন থেকে ভারতের অধিকাংশ বিমানেই মিলবে ইন্টারনেট পরিষেবা। পাশাপাশি কেবল দিয়ে ইন্টারনেট যেখানে পৌঁছে দেওয়া সম্ভব নয়, সেই সব দুর্গম জায়গাতেও পাওয়া যাবে ইন্টারনেট পরিষেবা। ‘বিগ বার্ড’ উৎক্ষেপণ পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৬০০ কোটি টাকা খরচ হয়েছে।