Saturday, October 5, 2024
দেশ

কুম্ভমেলায় পুণ্যস্নান মোদীর, পা ধুইয়ে দিলেন সাফাইকর্মীদের (ভিডিও)

প্রয়াগরাজ: গোরক্ষপুর ও প্রয়াগরাজে বেশ কয়েকটি জনসভার পর কুম্ভমেলায় এসে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুম্ভে পুণ্যস্নানের পর পুজো করলেন প্রধানমন্ত্রী। ত্রিবেনী সংগমে গিয়ে প্রার্থনা করেন তিনি। পরে পা সাফইকর্মীদের পা ধুইয়ে দেন প্রধানমন্ত্রী।

পুণ্যস্নানের পর গেরুয়া কুর্তা ও শাল পরে ত্রিবেণী ঘাটে আরতি করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে আরতিতে যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

নিজে হাতে কুম্ভের সাফাইকর্মীদের পা ধুইয়ে দেন মোদী ৷ কুম্ভ ক্ষেত্রকে যে সকল সাফাইকর্মীরা প্রতিনিয়ত স্বচ্ছ করে রাখছেন, তাঁদের পা ধোয়ানোর পর শাল দিয়ে সম্মান জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। টুইটে মোদী লেখেন, কুম্ভে পুণ্যস্নান করার সৌভাগ্য আমার ছিল। ১৩০ কোটি ভারতীয়দের জন্য প্রার্থনা করলাম।