Sunday, September 15, 2024
খেলা

বিশ্বরেকর্ড গড়ে শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন সৌরভ চৌধুরী

নয়াদিল্লি: শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন উত্তরপ্রদেশের মেরঠের শুটার সৌরভ চৌধুরী। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন সৌরভ। এই ইভেন্টে রূপো পেয়েছেন সার্বিয়ার দামির মিকেচ এবং ব্রোঞ্জ জিতেছেন চিনের পাং ওয়েই।

রবিবার এয়ার পিস্তল ইভেন্টে ২৪৫.০ স্কোর করেন সৌরভ। যা এই ইভেন্টে বিশ্বরেকর্ড। এদিন সোনা জেতার পাশাপাশি ২০২০ টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করেন সৌরভ।

উল্লেখ্য, শুটিং বিশ্বকাপ থেকে টোকিও অলিম্পিকের জন্য প্রথমে ১৬টি কোটা থাকলেও পরে সিদ্ধান্ত বদল হয়। পুলওয়ামার হামলার পরে শুটিং বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য পাকিস্তানি শুটাররা ভিসা পাওয়ায় জটিলতা সৃষ্টি হয়।