বন্দে ভারত এক্সপ্রেসের সমালোচনা মানে দেশের ইঞ্জিনিয়ারদের অপমান: মোদী
বারাণসী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ভারতের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন’ বন্দে ভারত এক্সপ্রেস’। উদ্বোধনের দিনই ব্রেক ডাউন হয়েছিল ট্রেনটির। পরের দিন আবার প্রায় দেড় ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছিল ট্রেন। পরপর দু’দিন এমন কাণ্ড হওয়ায় কটাক্ষ করেছিল বিরোধীরা। এবার বারাণসীতে জনসভা থেকে পালটা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী বলেন, সেমি হাই স্পিডের ট্রেনকে কটাক্ষ করতে ব্যস্ত কেউ কেউ। দুর্ভাগ্যজনক তবে এই কটাক্ষ আসলে এই প্রকল্পের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের অপমান।
প্রসঙ্গত, যান্ত্রিক গোলযোগের কারণে থমকে যাওয়া বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে কটাক্ষ করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদব।
উল্লেখ্য, উদ্বোধনের পর বারাণসী থেকে দিল্লি ফেরার সময় টুন্ডলার কয়েক কিলোমিটার দূরে একটি গরুকে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস। চামরোলা স্টেশনের কাছে ব্রেকে সমস্যার পাশাপাশি কয়েকটি কামরায় বিদ্যুৎসংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার জেরে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।